দুইদিনে ট্রাফিক আইনে ৩৮০৮ মামলা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে মোট ৩৮০৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। এ সময় রেকার ও ডাম্পিং করা হয়েছে শত শত যানবাহন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০৯টি যানবাহন ডাম্পিং, ৪০টি রেকার এবং ২৪৮৫টি মামলা করে ট্রাফিক বিভাগ। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডাম্পিং করা হয় ২০২টি গাড়ি, রেকার করা হয় ১০২টি এবং মামলা হয় ১৩২৩টি।

ডিএমপি জানায়, নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনস্বার্থে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক আইন ভঙ্গের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো, ভুল পথে চলা, বেআইনি পার্কিং, লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।