ধানমন্ডির লেকে মিললো যুবকের মরদেহ

রাজধানীর ধানমন্ডির সুধাসদনের পেছনে লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছে।

ওমর ফারুকের বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্লা। তারা হাজারীবাগের টেনারি মোড় এলাকার বউবাজারের বাসিন্দা।

ধানমন্ডি পুলিশ সূত্র জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মরদেহটি। পরে খবর পেয়ে সেখানে ধানমন্ডি থানা পুলিশ ছুটে যায়। সকাল পৌনে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে নিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত বলেন, মরদেহটি উদ্ধারের সময় পরিচয় না মিললেও পরে পরিচয় পাওয়া যায়। তার বাবা-মা থানায় এসেছেন। মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।