আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন শিক্ষকরা

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই কর্মসূচি পালনের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন।

এর আগে একই দাবিতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছিল শিক্ষকরা। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এবার সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা নিয়ে রাজধানীতে সমবেত হচ্ছেন শিক্ষকরা।

শিক্ষকদের মূল দাবি হলো-মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা। দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

রোববার (১২ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আজকের জমায়েত ও অবস্থান কর্মসূচি আমাদের পক্ষ থেকে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না। সেজন্য আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মিলিত হয়ে আমাদের দাবি পুনর্ব্যক্ত করব।

তিনি বলেন, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে অবলম্বন করতে হবে। আজকের জমায়েত সেই প্রস্তুতির একটি সূচনা।

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এটির পরপরই শিক্ষকরা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করে সেটি প্রত্যাখ্যান করে।