ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যমুনা অভিমুখে লংমার্চ

পুলিশের বাধায় রাস্তায় বসে পড়েছেন ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

জাতীয়করণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি যমুনা অভিমুখে লংমার্চের শুরু করতে গিয়ে পুলিশি বাধায় প্রেসক্লাবের সামনে রাস্তায় বসে পড়েছেন শত-শত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এতে পল্টন থেকে কদম ফোয়ারা সড়ক বন্ধ হয়ে গেছে।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ চিত্র দেখা যায়।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত শিক্ষকরা এ সময় ব্যানার, পোস্টার নিয়ে ‘এমন কোনো দেশ নাই চাকরি আছে বেতন নাই' ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, নাই’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’ স্লোগান দিতে থাকেন। এ সময় অসংখ্য পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

লং মার্চ শুরু করার আগে সমাবেশে একাত্ম জানাতে বক্তব্য রাখেন জামায়তে ইসলামীর নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক। শিক্ষকরা আজ ২১ দিন যাবৎ আন্দোলন করছে। এটা কারোই কাম্য নয়। জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।

SN
আরও পড়ুন