দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। এরই অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা ১২নং সেক্টরের কদম চত্বর (ময়লার মোড়) এলাকায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল ও এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টার।
“সড়ক জ্যাম জটমুক্ত হোক, জীবন হোক নিরাপদ'' প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মেহেদী হাসান, এমআর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ ও সাংবাদিক সোহেল মিয়া।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুর রহমান, স্থানীয় সচেতন নাগরিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্যের শেষে আয়োজকরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন—যেখানে সড়ক হবে নিরাপদ, যাত্রা হবে নিশ্চিন্ত ও প্রতিটি চালক হবেন দায়িত্বশীল নাগরিক।
এই আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়।