রাজধানীতে আজ কোথায় কী

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো—

বিএনপির কর্মসূচি

দুপুর ১২টায় নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।


ডিএনসিসির কর্মসূচি

বেলা ১১টায় গুলশান-২ নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করা হবে। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এ পদক দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এনবিআরের কর্মসূচি

দুপুর ১২টায় বিকাশ লিমিটেডের উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) e-TDS System ব্যবহার করে উৎসে কর এবং অর্থ বিভাগের A-Challan System-এর মাধ্যমে মূসক প্রদানের বিষয়ে একটি উদ্বোধনী ও ডেমোনস্ট্রেশন সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

গভর্নরের কর্মসূচি

বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

SN
আরও পড়ুন