রাজধানীতে প্রতিদিনই কোননা কোন স্থানে কর্মসূচি থাকে, না জেনে সড়কে বের হয়ে পড়তে হয় বিড়ম্বনায়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
শনিবার (১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
উপদেষ্টা আসিফের মাহমুদের কর্মসূচি
আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে সকাল সাড়ে ৯টায় ‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াত আমিরের কর্মসূচি
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে সবার উদ্দেশে ভিডিও পর্দায় প্রধান মেহমান হিসেবে দিকনির্দেশনা পেশ করবেন। অন্যান্যদের মধ্যো উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।
মির্জা ফখরুলের কর্মসূচি
জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াত নেতা মুজিবুরের কর্মসূচি
সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এফডিসিতে কর্মসূচি
ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সকাল সাড়ে ১০টায় জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।