উত্তরার দক্ষিণখান এলাকা থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাফিন ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠনের আহ্বায়ক এবং উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র।
শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ‘মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও জানান, আরমান তার বাবা-মায়ের সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ওপর নির্ভর করা হচ্ছে।
স্বজনরা অভিযোগ করেছেন, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে। মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় এবং খাটের উপর হাঁটু গেড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, আরমানের পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল, যা আত্মহত্যার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে।
নুর মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক বলেন, ‘ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।’
আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ জানান, ‘আরমানের মা শুধু জিজ্ঞেস করছিলেন- আমার ছেলেকে কেন নিল, আমরা তার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না।’