ফার্মগেটে বোমা বিস্ফোরণ, একজনকে ধরলেন যুবদল নেতা

রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দুর্বৃত্তরা ব্যস্ততম ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় জনতা ধাওয়া করে কাওরানবাজার ট্রাফিক সিগন্যাল পয়েন্টে একটি মোটরসাইকেল চালককে বোমা বানানোর বিস্ফোরক ও কিছু খালি কৌটাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে চারদিক আতংক ছড়িয়ে পড়ে। বোমা দুইটি বিস্ফোরণের পরই ওই মোটরসাইকেলে চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালাতে থাকলে ঢাকা মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল রাজ শাওন  ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করেন। 

পরে কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এ সময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরেন। তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুষি মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চান। এ সময় পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। মোটরসাইকেল চালককে আটক করে তেজগাঁও থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।