জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ কারণে বিশ্বের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর মনে করা হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে বায়ুমান কিছুটা উন্নত হলেও আজও ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) এ তথ্য জানিয়েছে।
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ৪০৮ যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের। ৩৬২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ২০৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটো যার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।
এদিকে ৭৩ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৪তম, যা একিউআই সূচকে ‘মাঝারি’ পর্যায়ে পড়ে। এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
একিউআই মানদণ্ড
- ০-৫০: ভালো
- ৫১-১০০: মাঝারি
- ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১-২০০: অস্বাস্থ্যকর
- ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ
- ৪০০+: অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গুরুতর স্বাস্থ্যহুমকি
বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে লাখো মানুষ স্বাস্থ্য জটিলতায় ভোগে এবং মৃত্যুবরণ করে। ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (BMJ) প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয়, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণের ফলে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যু ঘটে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।