বিজয়নগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সেগুনবাগিচায় একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।