মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

মাদারীপুরে অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মাহফুজ রহমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন তার মা ও খালা। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহফুজ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহের ছেলে। আহতরা হলেন- নিহতের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নুরুন্নাহার বেগম (৪৫)।

জানা গেছে, আহত নুরুন্নাহার মাদারীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কুকরাইল এলাকায় বসবাস করেন। তার স্বামীর নাম ডা. আসরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাসস্ট্যান্ড থেকে মা ও খালার সঙ্গে একটি অটোরিকশাযোগে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ। পরে সার্বিক ফিলিং স্টেশনের সামনে এসে ইউটার্ন নিতে যায় অটোরিকশাটি। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মাহফুজ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের মা ও খালা আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতরা ওই হাসপাতালে ভর্তি রয়েছে।