নেত্রকোণা সদর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চল্লিশা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও ‘তমাল তন্ময়’ অটোরাইচ মিলের শ্রমিক রাসেল মিয়া (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাইচমিল বন্ধ থাকায় বিকেলে ৮ শ্রমিক মিলে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। সন্ধ্যার দিকে রাসেল ও আকাশের শরীর খারাপ লাগলে তারা বাকিদের পেছনে ফেলে কিছুটা এগিয়ে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাসেল ও আকাশের মৃত্যু হয়েছে। তাদের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, ট্রেনের ধাক্কাতেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
জিআরপি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় দুইজন নিহতের খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।