টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নুর ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করছিলেন নুর ইসলাম। এ সময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

NJ
আরও পড়ুন