মানসিক প্রতিবন্ধী মো: ওসমানকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি

কিশোরগঞ্জের করিমগঞ্জে মো: ওসমান (৪৪) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। এদিকে ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন পরিবারের লোকজন। 

গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি বাড়ির সামনের রাস্তায় যান। পরে আর বাড়িতে ফিরে আসেননি। 

তার বাড়ি উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামে। বাবা মরহুম গিয়াস উদ্দিন।

মানসিক প্রতিবন্ধী মো: ওসমানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল চেক লুঙ্গি, ফুলহাতা জ্যাকেট ও সবুজ রঙের কম্বল।

অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি করিমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নম্বর ৪২৭) করেন তার ছেলে মো: বায়েজিদ।

কোনো সহৃদয়বান ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান পেলে করিমগঞ্জ থানার ওসির মোবাইল নম্বরে (০১৩২০০৯৫৪১৭) যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেছেন।