লেভেলক্রসিংয়ে নিভে গেলো একসাথে ৩ প্রাণ, নেপথ্যে পারিবারিক কলহ

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার লেভেলক্রসিংয়ে এক মর্মান্তিক ঘটনায় দুই শিশু সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ওই নারী দুই শিশুকে সাথে নিয়ে লেভেলক্রসিং এলাকায় অবস্থান করছিলেন। ট্রেনটি এলাকায় প্রবেশের সময় ঘটনাস্থলেই নারী ও তার সাথে থাকা দুই শিশুর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই নারী রেলগেট কিপারের কাছে জানতে চান কোন লাইনে ট্রেন আসবে। পরে তিনি দুই শিশুকে সাথে নিয়ে রেললাইনের ওপর বসে পড়েন। গেটকিপার আবদুস সাত্তার বারবার ডাক-চিৎকার ও সতর্ক সংকেত দিলেও তারা সরে যাননি। নিহত শিশুদের একজন ছেলে ও একজন মেয়ে; তাদের বয়স আনুমানিক পাঁচ ও  থেকে সাত বছরের মধ্যে।

ঘটনার পর লেভেলক্রসিং এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনটি লাশ উদ্ধার করে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা। তার স্বামীর নাম উজ্জল। তাদের বাড়ি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আতুরি এলাকায়। 

নিহতের মা আমেনা বেগম ও অন্যান্য স্বজনরা জানান, দেবর ও দেবরের স্ত্রীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার আগে ঝগড়ার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হাফেজা। 

স্বজনদের দাবি, পারিবারিক কলহে অতিষ্ঠ হয়েই তিনি দুই সন্তানকে নিয়ে এই পথ বেছে নেন।

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীলিপ সরকার জানান, ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের স্বজনদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।