কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আহত কিশোররা হলেন মো. সোহেল (১৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৬)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহেল হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে এবং আব্দুল্লাহ একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সোহেল ও আব্দুল্লাহ হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে মাছ শিকার ও লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে তারা দুজনই গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আব্দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত বেসরকারি এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, সোহেলের বাম পা ও হাতে গুলি লেগেছে এবং আব্দুল্লাহর মাথায় গুলি লাগে। বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, সীমান্ত এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর প্রায় ৫০০ গজ ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রায় দেড় ঘণ্টা পর দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।