নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর মেঘনা নদীর স্বর্ণদ্বীপ-স্বন্দ্বীপ চ্যানেলে মাছের খোপ দখলকে কেন্দ্র করে জলদস্যু কেফায়েত বাহিনীর গুলিতে তিন জেলে মৃত্যুর প্রতিবাদ জানিয়ে জলদস্যুদের বিচার দাবি চেয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে জেলে ও উপকূলের বাসিন্দারা।
রোববার (১ অক্টোবর) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বার থানার প্রধান ফটক ঘেরাও করে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জলদস্যুদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার। বিচারের আশ্বাস পেয়ে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও এবং সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশ থেকে দীর্ঘ দিন ধরে মাছ শিকার করে আসছেন। কিছু দিন আগে থেকে মেঘনা নদীর এই খেপ দখলের চেষ্টা চালায় জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার সন্ধ্যার দিকে কেফায়েত বাহিনী ওই খেপ দখল করতে জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় জেলেরা। কেফায়েত বাহিনীর সদস্যরা জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, ট্রলারসহ কোটি টাকার মালামাল ডাকাতি করে। তাদের গুলিতে ৬ জেলে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।