খাগড়াছড়ির দুই ইটভাটাকে জরিমানা

খাগড়াছড়িতে বনের ভেতর কাঠ পোড়ানোর দায়ে দুই ইটভাটাকে জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। জেলা সদরের কমলছড়িতে এ অভিযান  চালানো হয়। 

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে অভিযানে অবৈধভাবে জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানোর দায়ের দুই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোয় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

জব্দকৃত কাঠ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে নিলামে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।