পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ এএম

খাগড়াছড়ির পানছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, উপজেলার পূজগাং এলাকায় সন্দেহ জনক চলাফেরায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানা যায়। 

পানছড়ি থানা সূত্রে জানা যায়, আটককৃত তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াং এর ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াং এর ছেলে তরসেন রিয়াং (৩০)ও লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।

সূত্র জানায়, গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামে যায়। সেখান থেকে আজ আবার ভারতে চোরাপথে গমন করছিলো।

পানছড়ি থানা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামের বাসিন্দা। সে ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গমন করে সেখানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছে। তার মা-বাবা বাংলাদেশের নাগরিক। তার বড় মেয়ে সিয়ারই রিয়াংএর চিকিৎসার জন্য রাঙ্গামাটি মা বাবার নিকট হতে টাকা নিতে ভারতীয় দুইবন্ধু জেমস কুমার রিয়াং,তরসেন রিয়াং কে সাথে নিয়ে বাংলাদেশে চোরাপথে প্রবেশ করে। 

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাদের সদর আদালতে  পাঠানো হবে।

HN