একজন সফল নারী উদ্যোক্তা কাজী আয়েশা মনি। তিনি থাকেন লন্ডনে। তবুও তার হৃদয়ে কমতি নেই দেশপ্রেম। বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজ দেশে ২৬ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল ফার্ম হাউস। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্ম। মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার মেয়ে কাজী আয়েশা মনি। শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাওর বিস্তৃত এলাকা উত্তরসূরে গড়ে তুলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের এই ফার্ম হাউস।
যেখানে রয়েছে- সাউথ আফ্রিকান হলুদ মালটা, আনার, পেঁপে, আমড়া, আমলকি, পেয়ারা, কলা, কমলা, আপেল কুল, বাহু কুল বড়ই এবং দেশি-বিদেশি বিভিন্ন জাতের আমসহ প্রায় ৪৫ থেকে ৫০ জাতের ফল গাছ।
এছাড়া রয়েছে- দেশীয় গরু, মুরগি ও ছাগলের খামার। নানান জাতের সবজিসহ ফিশারিতে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মাছ। পাশাপাশি করা হচ্ছে ধান চাষ। গবাদি পশু লালন-পালন ও ফসলাদি চাষে বেশ সফল কাজী আয়েশা মনি।
কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামে প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় ১৫ থেকে ২০ জনের। প্রতিষ্ঠানটিতে সবসময় কাজ করেন ১০ থেকে ১৫ জন। কোনো কোনো সময় প্রয়োজনে ২৫ থেকে ৩০ জন লোক কাজ করতে হয় এই প্রতিষ্ঠানে। কাজী আয়েশা মনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশের মানুষের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিদেশে থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। কাজের মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দিকনির্দেশনা দেন বিদেশে বসেই।
কাজী আয়েশা মনি জানান, দেশের বেকারত্ব লাঘব ও দেশের মানুষের কাছে ভেজাল মধ্যমুক্ত খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নেন। দেশের অনেক মানুষ দেশের সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। এতে লাভবান হচ্ছে বিদেশিরা। আর নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নিজ দেশের মানুষ।
তিনি জানান, আমার ইচ্ছা আমার মতো সবাই বিদেশে অর্থ উপার্জন করে নিজের দেশে কিছু করুক। যাতে আমাদের দেশ অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আমাদের দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হয়। সকলকে অনুপ্রেরণা দিতেই আমি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি।