কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প ও নারী উদ্যোক্তাদের নিয়ে প্রদর্শনীর স্টলে নেই দর্শনার্থীদের সমাগম। স্টল সাজিয়ে বসে আছেন উদ্যোক্তারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ভৈরব উপজেলা প্রাঙ্গণে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সুইসকন্ট্যাক্ট ও পৌরসভার যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা শিল্প খাতের সমৃদ্ধিকে কেন্দ্র করে আঞ্চলিক প্রচারণা ও প্রদশর্নী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে পৌরসভাসহ পাদুকা ও নারী উদ্যোক্তাদের ১০টির বেশি স্টল বসেছে। তারা তাদের স্টলে নিজেদের তৈরি বিভিন্ন প্রসাধনীসহ নানা পণ্য সাজিয়ে রেখেছেন। কিন্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের তেমন সমাগম ছিল না।

পাদুকা কারখানার মালিক কাউছার মিয়া বলেন, ভৈরবে সুইস কন্টাক্টের প্রকল্প কার্যক্রম শেষের দিকে। তাই আজকে ঢাকার স্যারদের দেখানোর জন্য উপজেলায় প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তবে প্রদর্শনীতে বাহিরে লোকজন আসেনি।
নারী উদ্যোক্তারা বলেন, আমরা আমাদের নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে প্রদর্শনীতে এসেছি। তবে এখানে বাহিরের লোকজনের সমাগম তেমন নেই। এখন স্টল সাজিয়ে বসে আছি।
সুইস কন্টাক্ট প্রবৃদ্ধি স্থানীয় অর্থনীতি উন্নয়ন কর্মকর্তা উম্মে কারিমা তৃণা বলেন, ভৈরবের স্থানীয় অর্থনীতির উন্নয়নে পাদুকা শিল্প ও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মূলত বিগত বছরের কার্যক্রমের সফলতা নিয়ে আয়োজন করা হয়েছে। তবে প্রদর্শনী আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত ছিল। অনেক দর্শনার্থী প্রদর্শনী দেখতে এসেছেন বলে তিনি জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের রিজিওনাল এডভাইজর ড্যানিয়েল ভ্যালেঙ্গি, এবং সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার পারভেজ মোহাম্মদ আশিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এবং সুইস কন্টাক্ট প্রবৃদ্ধি স্থানীয় অর্থনীতি উন্নয়ন কর্মকর্তা উন্মে কারিমা তৃণা।
