মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া ফেরি ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাত সাড়ে ৪টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদীতে কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।