কোরআন অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জ শহরের এক বাড়ি থেকে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ওই বাড়ি ঘিরে হাজারো মানুষ জড়ো হন। শুক্রবার দিবাগত রাতে (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, রাত পৌনে ১টার দিকে ওই যুবককে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আরিফ মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই যুবক ঘরের ভেতরে পবিত্র কোরআন পুড়িয়ে দেয়। হনুফা বেগম নামের এক প্রতিবেশী ঘটনা দেখে চিৎকার দেন।
পরে বিষয়টি জানাজানি হলে লোকজন ছুটে আসে। কিন্তু ভবনের লোহার গেট লাগিয়ে দেওয়ায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উত্তেজিত জনতাকে সরিয়ে ওই যুবককে থানায় নিয়ে যান বলে জানান আরিফ মিয়া।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনের ই-পাসপোর্ট সেবা 