নীলফামারীর ডিমলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী অফিস ও উপজেলা প্রশাসনের সামনে প্রার্থী এবং তার সমর্থকরা মিছিল ও ট্রাক-গাড়িবহর নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেন। তাই তাকে জরিমানা করা হয়।