ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মীর মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩৫) নামে এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল হোসেন সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং তিনি উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেলাল হোসেন মোটরসাইকেলে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় কাছারিবাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে হেলাল হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।  

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

NB/FJ
আরও পড়ুন