জাল ভোট, কর্মী-সমর্থকদের মারপিট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুরে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন জানান, এসব অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।