সুন্দরবনের পশুর নদীতে পর্যটকবাহী নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের এক প্রবাসী নারী নিখোঁজ হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ঢাংমারী খাল ও পশুর নদীর মিলনস্থলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রিয়ানা আবজাল ঢাকার উত্তরার আবুল কালাম আজাদের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
নিখোঁজ রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, পরিবার নিয়ে সুন্দরবনের ঢাংমারী এলাকার একটি রিসোর্টে বেড়াতে এসেছিলেন তারা। সকালে ‘ম্যানগ্রোভ ভেলি’ রিসোর্ট থেকে ১৩ জন মিলে একটি ছোট ট্রলারে করে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি বড় জাহাজের সৃষ্ট ঢেউয়ের তোড়ে তাদের বোটটি উল্টে যায়। এতে বোটের সবাই নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে উদ্ধার করা হলেও রিয়ানাকে আর খুঁজে পাওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপরই বন বিভাগের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, নিখোঁজ পর্যটক রিয়ানার সন্ধানে বন বিভাগ, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। নদীর স্রোত ও গভীরতার কারণে তল্লাশি কিছুটা ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সন্ধ্যা ৫টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ পাওয়া যায়নি।
