তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, সদ্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সরকার বনাম সরকার। এ নির্বাচনে নৌকাও সরকারি, স্বতন্ত্রও ছিল সরকারি। দেশ একটি একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। তৃণমূল বিএনপি রাজনীতি করবে। তবে এরকম সাজানো নির্বাচনে আর যাবো না।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে পুলিশ কার্যালয়ে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জের চনপাড়ায় তৈমুর আলম খন্দকারের নির্বাচন এজেন্ট ফাতেমা বেগমের বাড়িঘরে হামলা ও ঘর তালাবদ্ধ করে রাখায় আওয়ামী লীগ থেকে বিজয়ী গোলাম দস্তগীর গাজীর সমর্থক শমসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের জন্য দেশে সুষ্ঠু রাজনীতি সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম হয়ত পারবে। কারণ সরকার চিন্তা করে, তারা ক্ষমতা ছাড়লে জেলে যেতে হবে। এদেশে যে দলই ক্ষমতায় যায়, তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়। সে কারণেই ওরা নির্বাচন কুক্ষিগত করে।
নির্বাচন কমিশন সচিবের সমালোচনা করে তৈমুর আলম বলেন, সিইসির সচিবের বক্তব্য শোনা গেছে। তিনি বলেছেন ডিসিদের কাছে মেসেজ চলে গেছে। সে অনুযায়ী রেজাল্ট হবে। আমরা সব সময় রাজপথে ছিলাম। বাকি জীবনও আমাকে রাজপথেই থাকতে হবে।
তিনি বলেন, আমরা এরকম সাজানো নির্বাচনে আর যাব না। আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রার্থীদের ঢাকায় ডাকব। তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপোর্ট দেব।