ইউপি সদস্যের বিরুদ্ধে গাছকাটার অভিযোগ

ময়মনসিংহের ধোবাউড়ায় এক কৃষকের গাছকাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিসাত শারমিন বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কৃষক ছায়েদুল ইসলাম।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) উপজেলা  দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক ছায়েদুল অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে লাগানো গাছগুলো কেটে নিজের প্রয়োজনে রাস্তা নির্মাণের কথা জানায় ইউপি সদস্য দেলোয়ার হোসেন। এ সময় তিনি অস্বীকৃতি জানালে ইউপি সদস্য দেলোয়ার হোসেন জোরপূর্বক ছয়টি আমগাছ কেটে ফেলে এবং আটটি মেহগনি গাছের মগডাল ভেঙে দেন।

অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, তার গাছের বিষয়ে আমি কিছু জানি না।

বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, ইউএনও বিষয়টি আমাকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো। তারপর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।