ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধোবাউড়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

ময়মনসিংহের ধোবাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার উপজেলার দর্শা সড়কে এ ত্রিমুখী দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহত রফিক (২৩) উপজেলার চড়ের ভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এছাড়া আহতরা হলেন ধোবাউড়ার নারী ইউপি সদস্য রিতা ও তার স্বামী চন্দন, দর্শা গ্রামের আকবর আলির ছেলে খালেদ সাইফুল্লাহ এবং পারভেজ নামের এক যুবক।

স্থানীয়রা জানান, ধোবাউড়া বাজার থেকে দর্শা সড়কে একটি মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা দর্শা এলাকায় যাচ্ছিল। শ্মশান ঘাট নামক জায়গায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চলক রফিকসহ অটো ও সিএনজির ৪ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল চালক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং খালেদ সাইফুল্লাহ নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

SN/AHA
আরও পড়ুন