ইজতেমার নিরাপত্তায় প্রস্তুত র‍্যাব

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ বলেছেন, ৫৭ তম বিশ্ব ইজতেমা ময়দানে দেশ ও দেশের বাহিরে থেকে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের পক্ষ থেকে নানামুখী ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট, নৌপথ ও স্থল পথে টহল, ডগ স্কোয়াডসহ সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা কাজ শুরু করেছে। 

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ইজতেমা নিয়ে কোন কুচক্রী মহল যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব ছড়াতে না পারে সেই জন্য র‍্যাবের বিশেষ মনিটরিং টিম তৎপর রয়েছে। এছাড়াও ঢাকাসহ জেলার বিভিন্ন প্রবেশ মুখে টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে পুরো ইজতেমা ময়দানে র‍্যাবের সদস্যরা কাজ করছে। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা কোন নাশকতার খবর পাইনি। আমরা আশা করি সুষ্ঠু সুন্দর ভাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। 

এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার মঈনসহ র‍্যাবের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।