ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৯ এএম

গাজীপুর জেলা কারাগারে মো. সিদ্দিক মিয়া (৩৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কারা অভ্যন্তরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সিদ্দিক মিয়া গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, নগরীর সদর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলায় শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে সিদ্দিক মিয়াকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ৬টার দিকে সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত মেডিকেলে পাঠানো হয়।’

সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

HN
আরও পড়ুন