সীতাকুণ্ডে দীঘিতে ডুবে একজনের মৃত্যু

সীতাকুণ্ডে দীঘিতে ডুবে মো. বিজয় নামে পিকআপ ভ্যানের হেলপারের মৃতু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেের পাশে মহাসড়ক সংলগ্ন দেওয়ান দীঘিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে পিকআপ ভ্যান পরিষ্কার করার জন্য বালতি নিয়ে পানি আনতে দীঘিতে যান বিজয়। এ সময় পা পিছলে দিঘিতে পড়ে যান তিনি। সাঁতার না জানার কারণে মুহুর্তে দিঘীর পানিতে তলিয়ে যান বিজয়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল আসলেও ডুবুরি দল না থাকায় তাকে উদ্ধার করতে নামেনি। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় কয়েকজনের সহয়তা উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস। পরে বিজয়কে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, পিকআপ ভ্যানের হেলপার বিজয় পানি নিতে দীঘিতে যান। অসাবধানতাবশত সে পা পিছলে দীঘিতে পরে যায় এবং সাঁতার না জানার কারণে বিজয় পানিতে ডুবে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।