৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে কম্পিউটার ট্রেন ইঞ্জিন বিকল হওয়ায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে সকাল ৭টার পর ট্রেন ইঞ্জিন বিকল হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার মো.আলী আকবর।

তিনি বলেছেন, টাঙ্গাইলের লোকাল কম্পিউটার ট্রেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন থেকে ছেড়ে যান সকাল ৭টায়। এর কিছুক্ষণ পরই জেলার মির্জাপুর উপজেলায় ছয়শ গ্রামে পৌছেলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। তবে তিনি জানান, ইঞ্চিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে, ঢাকা থেকে ইঞ্জিন আসছে।