কারাগারে কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম ওরফে নজু মোল্লার (৬৯) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নজু মোল্লা যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি অস্ত্র মামলায় কারাবন্দি ছিলেন। তার কয়েদি নং-৯২০৬।

যশোর সদর হাসপাতালের আরএমও পার্থ প্রতীম চক্রবর্তী জানান, কারাভ্যন্তরে থাকাবস্থায় নজু মোল্লা অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টার দিকে তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।