যশোরে শহরের লোন অফিসপাড়ার একটি চালের আড়ত থেকে বায়েজিদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চালের আড়তটির মালিক যশোর নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ। নিহত বায়েজিদ ওই চালের আড়তের কর্মচারী এবং খুলনার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শহরের চৌরাস্তা লোন অফিস পাড়ার চালের আড়ত থেকে বায়েজিদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত বায়েজিদ মুল্লুক চাঁদের চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। বেশ কয়েকদিন আগে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় বায়েজিদ। সেই টাকাকে কেন্দ্র করে খুলনা থেকে তাকে যশোরে ডেকে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ,তাকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,বায়েজিদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে মুল্লুক চাঁদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
