ফরিদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি দেশীয় 'ওয়ান শুটার গান' ও চাপাতিসহ সৈয়দ শরিফুল ইসলাম  নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এছাড়া এসময় ওই ব্যক্তির বাড়ি থেকে ছয়টি ধাতব তৈরি ঢাল উদ্ধার করা হয়। সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার বিদ্যাধর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব।

শরিফুল ইসলাম বিদ্যাধর গ্রামের মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে বলে জানা যায়। পরবর্তী এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, র‌্যাব-৬-এর একটি টিম অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় গ্রেপ্তার শরিফুল ইসলামকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।