চলমান তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা আদায় করছে ইসতিসকার নামাজ। বুধবার (২৪ এপ্রিল) জয়পুরহাটের কালাইয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে কালাই আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে প্রায় দেড় শতাধিক মুসল্লি পুরনো কাপড় পরে নামাজে অংশ নেন।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালাই আহলে হাদিস কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা।
মাওলানা সেলিম রেজা জানান, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি আব্দুল কুদুস জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।
জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ওয়ারলেস অপারেটর প্রদিব কান্তি রায় জানান, কয়েকদিন ধরে সকালে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বিকেল ৩টার দিকে তা ৩৮-৩৯ ডিগ্রি ছাড়িয়ে যায়। মঙ্গলবার বিকেলে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। প্রায় দেড়/দুই মাস ধরে জয়পুরহাটে বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।