উপজেলা পরিষদ নির্বাচন

তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত ৬ জন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনটি পদে ছয়জন। এই ধাপে পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে আর ভোটগ্রহণ করতে হবে না।

রোববার (১২ মে) শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩ পদে ১৩০ জন। এখন প্রার্থী রয়েছেন ১ হাজার ৪৫৮ জন।

তফসিল অনুযায়ী, এ ধাপে ১১২টি উপজেলায় ভোট হবে ২৯ মে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১ হাজার ৫৮৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন। ২ মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৩০ জন সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৭৩, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন।