ওবায়দুল কাদেরের ভাইসহ তিন প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোটসহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। 

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন- সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেন (টলিফোন প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল (দোয়াত কলম) এবং নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার। 

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে তার ছেলে ও ভাগনেরা কেন্দ্র দখলে করে ব্যালটে সিল মারছেন এ অভিযোগ করেছেন।