কুষ্টিয়া পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগে কাফনের কাপড় পড়ে জেলা বিএনপি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন পরাজিত প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় পরাজিত সভাপতি প্রার্থী কাজল মাজমাদারের সমর্থকরা শহরের কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
এসময় বেশ কয়েকজন কাফনের কাপড় পরে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় শুয়ে পড়েন।
নির্বাচনের ফলাফল বাতিল ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
কাজল মাজমাদার বলেন, আগে থেকেই এই নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মনে সংশয় ছিল। তবুও দলের ঐক্যের স্বার্থে আমরা নির্বাচনের অংশ নিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি।
তিনি আরও বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্যার সমাধান না করলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসময় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতারা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন।
