যথাযাগ্য মর্যাদায় জেলায় জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। আমাদের প্রতিনিধিরা জানান:
সাতক্ষীরা
সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরপর শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোংলা (বাগেরহাট)
মোংলায় শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসক আফিয়া শারমিন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর
শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুরে গণকরবে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে দিনব্যাপী যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়।
এছাড়া মুন্সীগঞ্জ, ভোলা, কিশোরগঞ্জ, হাতিয়া, খুলনাসহ বিভিন্ন জেলা উপজেলায় দিবসটি পালিত হয়।