আজ মাদারীপুর হানাদারমুক্ত দিবস

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ এএম

মাদারীপুর জেলা হানাদারমুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে জেলাটিতে এসেছিল ঐতিহাসিক বিজয়, ওড়ে বিজয় পতাকা

জানা গেছে, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে ফরিদপুরের উদ্দেশ্যে চলে যাবে এমন সংবাদ পেয়ে মুক্তিবাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেয়। ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজের পশ্চিমপাড় পর্যন্ত সড়কের ৪ কিলোমিটার অংশ জুড়ে অবস্থান নেন বীর মুক্তিযোদ্ধরা।

পাক হানাদার বাহিনী গোলবারুদ, অস্ত্র, রাজাকার, আলবদর, আলসামস ও মুজাহিদ বাহিনী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে ঘটকচর ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ শুরু করে। তুমুল যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। বিজয় পতাকা ওড়ে মাদারীপুরে। এ সময় শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। এ যুদ্ধে ২০ পাক হানাদার সেনা নিহত হয়।

মুক্তিযুদ্ধচলাকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান জানান, স্বাধীনতার ৫৪ বছরেও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখা হয়নি। পাশাপাশি আজও ১৫টি গণকবর রয়েছে অরক্ষিত। দ্রুত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখার পাশাপাশি গণকবর বা বদ্ধভূমি সংরক্ষণের দাবি জানান তিনি।

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুন প্রজন্মকে জানাতে হবে। নইলে তারা বিকৃত ইতিহাস জানবে। তরুনরাই মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের চালিকা শক্তি। আজ মাদারীপুর মুক্ত দিবসে সকল নিহত-আহত ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

AHA
আরও পড়ুন