মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।
নিহত আহাদ আলী মুড়াইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
ওসি জানান, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জামি সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় আহাদের। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে তা স্পষ্ট নয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।