পাবনায় ১২ ইটভাটায় ৫০ লাখ টাকা জরিমানা

পাবনার সদর উপজেলায় ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ৪টি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শানিকদিয়ার এলাকায় এই অভিযান চালানো হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে ১২টি ইটভাটাকে মোট ৫০ লাখ টাকা জরিমানা এবং ৪টি ইটভাটা উচ্ছেদ করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- চর বাঙ্গাবাড়িয়ার এম.এম.বি.ব্রিকস, এমএমএ ব্রিকস, এইচআরএম ব্রিকস, এমএসবি ব্রিকস, ভবানীপুরের এমকেবি ব্রিকস, এমআরবি ব্রিকস, শানিকদিয়ারের এস অ্যান্ড বি ব্রিকস, আরএএফ ব্রিকস, কেএইচবি ব্রিকস, কেএইচবি ব্রিকস, ভগীরথপুর এলাকার এমআরবি ব্রিকস এবং এএইচবি ব্রিকস। আর চর বাঙ্গাবাড়িয়ার পিএমবি ব্রিকস ও এ অ্যান্ড বি ব্রিকস, ভগীরথপুর এলাকার এসএমবি ব্রিকস এবং এমএইচবি ব্রিকস উচ্ছেদ করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।