ফটিকছড়িতে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। 

বাজার তদারকির সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স এম এন আর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আবসার এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সারোয়ার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লোটা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

DR/FJ
আরও পড়ুন