ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অপর মোটরসাইকেলের চারজন। মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় (১৮) ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় (১৭)। ও উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী রাজা ও বিধান মারা যান। এসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।