রাজশাহীতে নগ্ন ছবি ছড়ানো ও কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার দায়ে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। অন্যদিকে, কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পুঠিয়ার ঝলমলিয়া এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, রাজশাহী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রী সম্প্রতি ওই যুবকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতেন ওই যুবক। 

এদিকে, কিশোরগঞ্জের  ধর্ষণের শিকার হয়ে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভুক্তভোগী কিশোরী স্থানীয়  একটি মাদ্রাসার শিক্ষার্থী। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার যুবক আব্দুর রহমান একই এলাকার পাশ্ববর্তী বাড়ির ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। কয়েক দিন আগে কিশোরীর পরিবারের লোকজন র্ধষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত যুবকের বাবা মাকে এই ঘটনাটি জানালে তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেও কোন লাভ হয়নি। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই রবিউল ইসলাম বুধবার রাতে অভিযুক্ত আব্দুর রহমানকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।