নাটোরে লালপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকার আটক করা হয়েছে। এসময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন,ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
শনিবার (২৪ মে) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বিলমারিয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, হ্যাকার চক্র অনেকদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।